Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৫, ১২ মার্চ ২০২১

গহনা বেচতে রাজি না হওয়ায় স্ত্রীর কব্জি কাটল স্বামী

আহত স্ত্রী ফাহিমা বেগম

আহত স্ত্রী ফাহিমা বেগম

হবিগঞ্জের মাধবপুরে গহনা বেচতে রাজি না হওয়ায় স্ত্রীর হাতের কব্জি কেটে দিয়েছেন স্বামী। শুক্রবার (১২ মার্চ) সকালে উপজেলার পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।

আহত স্ত্রীর নাম ফাহিমা বেগমের (২৩)। বর্তমানে তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফাহিমার বড় ভাই আজিজুর রহমান জানান, দুই বছর আগে শামীম মিয়ার সঙ্গে ফাহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শামীম ব্যবসা করবেন বলে তাকে টাকার জন্য চাপ দিতেন। একাধিকবার বলার পরেও টাকা না পাওয়ায় ফাহিমাকে শারীরিকভাবে নির্যাতন করতেন শামীম।

ফাহিমার সোনার গহনা বিক্রি করে ব্যবসার জন্য টাকা দিতে চাপ দেন শামীম। কিন্তু ফাহিমা রাজি না হওয়ায় শামীম মারধর করেন। শুক্রবার তর্কাতর্কির এক পর্যায়ে শামীম ঘরে থাকা দা দিয়ে ফাহিমার হাতের কব্জি কেটে ফেলেন। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত এ নিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ