Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৫, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:১৫, ১১ এপ্রিল ২০২১

হবিগঞ্জে গণপিটুনিতে দুইজন নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জের লাখাইয়ে ডাকাত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার গুনিপুর গ্রামের নিকট একটি হাওরে এই ঘটনাটি ঘটে। 

নিহতরা হচ্ছেন- মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের হুমায়ুন (৪০) ও  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আব্দুল হামিদ (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত তিনটার দিকে গুনিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় জালাল মোবাইলে এলাকার লোকজনকে জানালে গ্রামবাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতদের ধরতে বের হন।

এসময় ডাকাতদলের অন্যরা পালিয়ে গেলেও হামিদ ও হুমায়ুন হাওরে জনতার হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তারা মারা যান।

এ বিষয়ে লাখাই থানার ওসি সাইদুল ইসলাম বলেন, লাশগুলো হাওর থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ডাকাত দলে ৯/১০জন লোক ছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ