Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

প্রকাশিত: ২৩:০৮, ১১ মে ২০২১
আপডেট: ১০:২১, ১২ মে ২০২১

সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঊষা`র ঈদ উপহার বিতরণ

করোনাকালীন দুর্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ ( ঊষা) ।

মঙ্লবার (১১ই মে) হবিগঞ্জের নিমতলা ডিসি অফিস সংলগ্ন মাঠে এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান ও হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম ।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ শাকিল বলেন, ’নবগঠিত এই কমিটি দেড়-দুই মাসের মাথায় বেশ কয়েকটি কর্মসূচি দিয়ে করোনা দুর্যোগের সময়েও প্রানচাঞ্চল্য রেখেছে। তারই ধারাবাহিকতায় এবার ব্যতিক্রমী এই ক্ষুদ্র মহতী উদ্যোগ নিয়েছি আমরা । খুব দ্রুত কমিটি বর্ধিত করে কার্যক্রম আরো প্রবলভাবে জোরদার করা হবে।’

সংগঠনটির সভাপতি মোঃ ওয়ায়েছ আহমেদ আরিফ বলেন, ‘করোনাকালীন দুর্যোগে ঊষা’র ঐতিহ্যবাহী  ইফতার মাহফিল কে পাশ কাটিয়ে এবার সমাজের কিছু সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াবার প্রয়াস নিয়েছি আমরা । এছাড়াও এই কর্মষজ্ঞে ঊষার সাবেক সারথী এবং উপদেষ্টামন্ডলীদর কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি ।

এছাড়াও আয়োজক কমিটির সমন্বয়ক সহ-সভাপতি রওনাক আলভী রাইসা কথা, যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রানা ও  কমিটির সকলকে এই প্রোগ্রাম সফল করায় আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ