Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ১ জুন ২০২১
আপডেট: ০০:০৯, ২ জুন ২০২১

নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে ৬ মৌজার লোকদের তাণ্ডব: আটক ৭

নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চলের গজনাইপুর ইউনিয়নের সাতাইহালসহ ৬ মৌজার লোকজন কর্তৃক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলা-ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ তাণ্ডবের ঘটনায় রবিবার (৩০ মে) রাতেই মৃত আব্দুশ শহীদের পুত্র জামাল হোসেন বাদি হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরপরই সোমবার (৩১ মে) ভোররাতে নবীগঞ্জ থানা পুলিশ সাতাইহালসহ আশপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে।

আটককৃতদের সোমবার (৩১ মে) দুপুরে হবিগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লেবু মিয়া (৩০), লেদু মিয়া (৩৫), নাঈম (১৭), মহিবুর রহমান মানিক (৪৩), জুলফু মিয়া (২৬), রকিব উল্লাহ ((৬০) ও মামুন( ২০) নামে ৭ জনকে আটক করে।

এ দিকে মাথা গোজার ঠাই বাড়ি-ঘর হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবযাপন করছে তাদের নারকীয় তাণ্ডবে ক্ষতিগ্রস্ত লোকজন। ঘটনাটি নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

গত রবিবার (৩০ মে) হামলাকারীরা নগদ টাকাসহ প্রায় ৩ হাজার মন ধান, ৮ টি টিউবওয়েল, ১০-১৫টি গরু, ১৫-২০টি ছাগল ও অসংখ্য হাঁস-মোরগ লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। হামলার বিষয়ে আরও বিস্তারিত...

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ