Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৮ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৭, ১১ জুন ২০২১
আপডেট: ২০:২৭, ১১ জুন ২০২১

হবিগঞ্জের দুর্ধর্ষ ডাকাত লুলু মিয়া গ্রেফতার

ডজন খানেক ডাকাতি মামলায় জড়িত ও ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আন্তঃজেলা ডাকাতদলের সদস্য লুলু মিয়া ওরফে সেলিমকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত লুলু মিয়া ওরফে সেলিম উপজেলার বনগাঁও এলাকার মৃত ছান্দ উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত লুলু মিয়ার নিজ বাড়িতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল ও নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বাধীন একদল পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

লুলু মিয়া ওরফে সেলিমের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার ৭টি থানায় ডাকাতির মামলা রয়েছে।

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, লুলু একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজনের উপর মামলা রয়েছে এবং সে ৫ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আইনিউজ/অঞ্জন রায়।এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ