Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৬, ৬ জুলাই ২০২১
আপডেট: ২৩:২০, ৬ জুলাই ২০২১

আইনিউজে সংবাদ প্রকাশের পর হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেলেন ভিক্ষুক

কয়েকদিন আগে হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলায় রাইমা বেগম (৫) নামের এক শিশু কন্যা নিখোঁজ হয়। রাইমার পিতা সাদির মিয়া পেশায় ভিক্ষুক। তিনদিনেও খুঁজে না পেয়ে মেয়ে হারানোর জিডি করেন থানায়। একইসাথে রাইমার নিখোঁজ সংবাদ প্রকাশ করা হয় আইনিউজে।

এবার এই হারিয়ে যাওয়া রাইমাকেই খুঁজে পেয়েছে তার পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ জুলাই) সকালে রাইমা বাড়ির সামনে খেলাধুলা করছিল। রাত হওয়ার পরেও সে বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও রাইমার সন্ধান পাননি। তিনদিন পর্যন্ত রাইমার কোনো খোঁজ না পেয়ে রোববার (৪ জুলাই) সন্ধ্যার পর রাইমার পিতা মো. সাদির মিয়া নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।  

সাদির মিয়া জানান, রাইমা বাড়ির পাশে খেলা করছিল। জুম্মার নামাজের আগে এসে বাড়ী এসে তাকে দেখতে না পেয়ে অনেক খুঁজাখুঁজি করে তাকে না পেয়ে শনিবার সমগ্র পৌর শহরে মাইকিং করেও তাকে এখন পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি। তখন তারা এটিকে অপহরণের ঘটনা বলে ভীত হয়ে পড়েন। 

এ বিষয়ে আইনিউজে সংবাদ প্রকাশ করলে এলকাজুড়ে সংবাদটি প্রচার হয়। এর প্রতিক্রিয়ায় গতকাল সোমবার (৫ জুলাই) শেরপুর বাজারে মেয়েটিকে দেখতে পেয়ে স্থানীয়রা মেয়েটিকে তার পিতার হাতে তুলে দেন।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ