Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৯, ৭ জুলাই ২০২১
আপডেট: ১৭:১০, ৭ জুলাই ২০২১

কঠোর লকডাউনেই নবীগঞ্জে জমে উঠেছে পৌর পশুর হাট, নেই স্বাস্থ্যবিধি

কঠোর লকডাউনের মাঝেও জমে উঠেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছালামতপুরস্থ পৌর পশুর হাট। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ক্রেতা-বিক্রেতারা মাস্ক বিহীন অবস্থায় অবাধে পশু কেনাবেচা করছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বাজারের পার্শ্ববর্তী গ্রামের মানুষ রয়েছেন আতংকের মাঝে। যদিও ইজারাদার শহরে মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসার ঘোষনা দেয়। বাস্তবে তা মানা হচ্ছে না।

গতকাল মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকেই নবীগঞ্জ শহরতলীর ছালামতপুর এলাকায় বসে পৌর পশুর হাট। সকাল থেকেই হাজার হাজার মানুষের উপছে পড়া ভীড় জমে ওই বাজারে। প্রায় ১৫টি চা ষ্টল খোলা হয়েছে ওই বাজারে।

উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সরকার প্রথমে সারাদেশে এক সপ্তাহ দিনের লকডাউন ঘোষনা করে। পরে সময় বর্ধিত করে ১৪ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সারাদেশের ন্যায় লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সদস্য নীরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা ও আর্থিক জরিমানা। প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে কঠোর অবস্থানে প্রশাসন।

কঠোর এই লকডাউনের মাঝেও নবীগঞ্জ পৌর পশুর হাটে গরুর বাজার বসানোকে কেন্দ্র করে সাধারণ মানুষসহ পার্শ্ববর্তী ছালামতপুর গ্রামবাসীর মাঝে করোনা সংক্রমণের ঝুঁকির আতঙ্কে রয়েছেন। কয়েক হাজার ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ঘটে উক্ত বাজারে। এদের কারো মুখে মাস্ক নেই, মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। আইন প্রয়োগকারী সংস্থার নেই কোন ভূমিকা।

পৌর মেয়র কিছু মাস্ক বিতরণ করলেও তিনি চলে আসার সাথে সাথে মাস্ক বিহীন হয়ে পড়ে পুরো বাজার। স্থানীয় সুশীল সমাজের মতামত জানা যায়, যেখানে স্বাস্থ্য বিধি না মেনে লোক সমাগম বেশী, সেখানেই করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি থাকে শতভাগ। এছাড়া প্রতিদিনই গড়ে নবীগঞ্জে ৪/৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হচ্ছে।

গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলায় ১৪ জনের নমুনা পরীক্ষা করলে ৬ জনের করোনা পজেটিভ আসে। ইতিমধ্যে গত এক সপ্তাহে ২৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন হাসপাতালে ও বাকীরা বাড়িতে আইনোলেশনে রয়েছেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, পৌর মেয়র ও এই পশুর হাটের ইজারাদার কে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর নির্দেশ দেওয়া হয় এবং প্রশাসন সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ