Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৬, ৮ জুলাই ২০২১
আপডেট: ১৩:৩২, ৮ জুলাই ২০২১

নবীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জের নবীগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক হয়েছেন আব্দুল হামিদ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী। 

জানা যায়, বুধবার (৭ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি টিম অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে অভিযান চালায়। 

র‍্যাব জানায়, অভিযানে নবীগঞ্জের ৯ নং বাউশ ইউনিয়নে জামে মসজিদের সামনের রাস্তা থেকে আসামী আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে পাওয়া যায় দুইটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড ও ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা। 

আব্দুল হামিদ ৯ নং বাউশ ইউনিয়নের দৌলতপুর গ্রামের মতলিব উল্ল্যার ছেলে বলে জানা গেছে। তাকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ