নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১১, ১২ জুলাই ২০২১
চুনারুঘাটে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাটে করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১১ জুলাই) রেমা কালেঙ্গার হরিণমারা ও গরমছড়ি ত্রিপুরা পাড়ায় ৬০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু তুলে দেওয়া হয়।
হরিণমারা পাড়ায় সংগঠনের সভাপতি জনক দেববর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দেববর্মার সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমিক, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নেতা স্বপন সাওতাল, সাতছড়ি ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্ত দেববর্মা, শ্রীমঙ্গল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রনি সরকার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, কালের কন্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, শ্রীমঙ্গলের ইত্তেফাক প্রতিনিধি অনুজ কান্তি দাশ, প্রফুল্ল দেববর্মা, সিতুষ দেববর্মা প্রমুখ।
সভায় বক্তারা অবহেলিত ও পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কল্যাণে কাজ করা এবং তাদের শিক্ষা, চিকিৎসা ও খাদ্য সংকট নিয়ে নানা পরিকল্পনার কথা জানান। তারা এসব সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন এবং সরকারের জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান।
বক্তারা বলেন, পাহাড়ি মানুষ চিরকালই অবহেলিত। কিন্তু বর্তমান সরকার তাদের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদের ঘরবাড়ি উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে প্রকল্প হাতে নিয়েছে। আমরা দাবি জানাচ্ছি, এসব উন্নয়নের সুফল যেন এই পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা পায়।
এসময় পাড়ার সভাপতি অনুজ দেববর্মা জানান, আমরা ৮টি পাড়ার আড়াইশ পরিবার নানা সমস্যায় আছি। এখানে বিদ্যুৎ নেই, অথচ বনবিভাগ বিদ্যুৎ ব্যবহার করছে। তারা বনে বিদ্যুৎ লাইন নেওয়া যাবেনা বলে আমাদের বঞ্চিত করছে। আমাদের শিক্ষার কোনো ব্যবস্থা, স্বাস্থ্য ও রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই। আমাদের কেউ অসুস্থ হলে চুনারুঘাট নিতে পারিনা। হাসপাতালে নিতে নিতে রোগী মারা যায়। তিনি এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারে শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ে প্রকল্প এবং বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।
আইনিউজ/রনজিৎ জনি/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার