Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৪, ১৩ জুলাই ২০২১
আপডেট: ১১:৪৮, ১৩ জুলাই ২০২১

ছেলের বিরুদ্ধে ইউএনওকে অভিযোগ দিলেন ক্যানসার আক্রান্ত মা...

নবীগঞ্জে মা-বোনকে নির্যাতন করার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বুলবুল আহমেদ (২২) নামে পরিবারের এক অবাধ্য ছেলেকে ৬ মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

গতকাল সোমবার (১২ জুলাই) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। দণ্ডপ্রাপ্ত বুলবুল নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুত্র। 

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়,দন্ডপ্রাপ্ত বুলবুল আহমেদের মা মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত। তার এক বোন রয়েছে। অভাবের সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরায়। তার উপর এই কঠিন রোগের ব্যয় বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কষ্টকর।

যেখানে মা মরণাপন্ন এমন পরিস্থিতিতে বুলবুল টাকার জন্য অসুস্থ মাকে এবং তার বোনকে মারপিট ও নির্যাতন করে আসছে। ছেলেকে ভালো পথে ফিরিয়ে আনার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়ে গর্ভধারিনী মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন।

অভিযোগের প্রক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ফোর্সসহ কামারগাঁও গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও প্রতিবেশীদের সহযোগিতায় বুলবুল আহমেদকে আটক করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।

পরে দণ্ডবিধি ১৮৬৯ এর ৩৫৫ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ