Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৯, ১৮ জুলাই ২০২১
আপডেট: ০০:৫২, ১৮ জুলাই ২০২১

নবীগঞ্জে জিম সেন্টার থেকে ভুয়া ডিবি পুলিশ আটক

হবিগঞ্জের নবীগঞ্জে আমীর হামজা (২১) এক যুবক নিজেকে ডিবি পুলিশ বলে পরিচয় দিতেন। শুধু তাই না, ক্ষেত্রবিশেষে নিজেকে সিআইডি এমনকি সেনাবাহিনী সদস্য বলেও পরিচয় দিয়ে সাধারণ মানুষদের ভয়ভীতি দেখাতেন। কিন্তু এবার তাকে আটক হতে হলো পুলিশের হাতে।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় নবীগঞ্জ পৌর শহরের খালেক মঞ্জিল জিম সেন্টার থেকে তাকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ।

পুলিশ সূত্রে জানা যায়, আমির হামজা সুনামগঞ্জ জেলার দিরাই থানার তেতুয়া গ্রামের জহুর আলীর ছেলে। সে পৌর শহরের চরগাঁও এলাকায় বাসা ভাড়া নিয়ে অনেক দিন যাবত থাকছে।

পুলিশ জানায়, আমীর হামজার ঘর থেকে ৩টি ভুয়া পুলিশের আইডি কার্ড, দুটি খেলনা পিস্তল, পুলিশের পোশাক, পুলিশ ব্যবহার ব্যাল্ট উদ্ধার করা হয়েছে।

জানা যায়, মাসখানিক ধরে  নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় গিয়ে আমীর হামজা পুলিশ, সি আইডি ও ডিবি পুলিশ এবং সেনাবাহিনী পরিচয় দিয়ে মানুষ কে ভয়ভীতি দেখাতেন। এমন অভিযোগ লোকমুখে শুনে পুলিশের একটি টিম তার উপর নজর রাখে। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় থাকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, আমীর হামজা বিভিন্ন স্থানে সিআইডি বা ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে। সন্ধ্যায় তাকে নবীগঞ্জ জিম সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়। আইন অনুযায়ী এসব কর্মকাণ্ডের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ