Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১০, ১৯ জুলাই ২০২১
আপডেট: ২১:২৮, ১৯ জুলাই ২০২১

বর্ষা আসলেই বেহাল দশা

মেম্বার-চেয়ারম্যানের কথায় বিশ্বাস নেই নবীগঞ্জের গ্রামবাসীর

হাজার মানুষের চলাচলের রাস্তার বেহাল অবস্থা বর্ষায়। ছবি: প্রতিনিধি

হাজার মানুষের চলাচলের রাস্তার বেহাল অবস্থা বর্ষায়। ছবি: প্রতিনিধি

নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের জনপ্রতিনিধিদের আশ্বাসে আর বিশ্বাস নেই মাইজগাঁও দক্ষিণগাঁও গ্রামবাসীর। বর্ষা মৌসুমে কাদা রাস্তায় নাকাল কয়েক হাজার মানুষের চলাচল। এসব দেখার যেন কেউই নেই।

বছর ঘুরে নির্বাচন আসলেই শুধু উন্নয়নের ফুলঝুরি করেন বিভিন্ন দলের চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা। নির্বাচন চলে গেলে আর খোঁজ মেলে না তাদের।

রবিবার (১৮ জুলাই) সরজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ভূমিহীনপাড়া, মাইজগাঁও, দক্ষিণগাঁও গ্রামে চলাচলের প্রধান সরু রাস্তার বেহাল অবস্থা। 

শাহিন আহমেদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে কাদা রাস্তায় চলাচল করতে হচ্ছে আমাদের। কোনো জনপ্রতিনিধিদের নজরে এসব বেহাল অবস্থা আসছে না। আমাদের দুঃখ দেখার কেউই নেই।

জাহিদ নামে এক যুবক বলেন, এই রাস্তার কারণে ঘর থেকে বের হতেই মন চায় না। বৃষ্টির পানিতে রাস্তাটি কাদায় হাঁটু পর্যন্ত চলে যায়।

স্থানীয় এলাকাবাসীরা আরও বলেন, আমাদের দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক।

এ ব্যাপারে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আবু সিদ্দিক বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ গ্রাম হবে শহর। এই পরিকল্পনাকে সামনে রেখে আমরা ব্যাপক উন্নয়নে কাজ করছি। ধারাবাহিকভাবে আমার ইউনিয়ন পরিষদ এলাকায় যত গুলো কাঁচা রাস্তা রয়েছে সেগুলো মেরামত করা হবে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ