Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫২, ২২ জুলাই ২০২১
আপডেট: ১৮:৪১, ২২ জুলাই ২০২১

দুর্ঘটনার কারণ হয়ে পড়েছে একটি গাছ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজারে দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে একটি গাছ। এই রাস্তাটি নবীগঞ্জ টু আউশকান্দি যাতায়াতের প্রধান সরু রাস্তা। একদিক নবীগঞ্জ থানা শহর আরেক দিকে সিলেট বা ঢাকা যেতে হলে বাংলাবাজার হয়ে যেতে হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাংলাবাজারে ৩০ বছরের পুরনো তিনটি গাছ আছে। বাজারের মধ্য স্থানে যে গাছটি আছে সে গাছটি দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বড় ও মাঝারি ধরনের যানবাহন চলাচল করতে গাছটির সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনার শিকার হন গাড়িচালক পথচারী ও যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ করেন, এই গাছটি রাস্তার পাশে বড় হয়ে উঠেছে গাছটি রাস্তার একপাশ থেকে অন্যপাশে গাছের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে যায়। অনেক সময় বড় মাঝারি ধরনের যানবাহন চলাচলে গাছটির সাথে সংঘর্ষ হয়। অনেক বড় দুর্ঘটনাও হয়ে থাকে।

আবার গাছটির কাছে বৈদ্যুতিক খুঁটি এবং সেখান থেকে গাছের মধ্যে দিয়ে আনোয়ার ম্যানশন ও আলেয়া কটেজে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। স্থানীয়দের দাবি এই গাছটি অপসারণ করা হোক।

ঢাকা মেট্রো-২৩৫৬ হ কাবারলরি চালক শাহিন মিয়া জানান, সিলেট থেকে আমি প্রতি মাসে কয়েকবার আসা হয় নবীগঞ্জ, এই গাছটির কাছে এসে অনেক কষ্ট করে অতিক্রম করতে হয়। গত কয়েকদিন আগে নবীগঞ্জ থেকে সিলেট যেতে রাত ১১টায় এই গাছটি অতিক্রম করতে আমার গাড়ির বডি লেগে যায় গাছটিতে এবং আমার গাড়ির বডি একাংশ ভেঙে যায়। মেরামত করতে আমার প্রায় ১৫ হাজার টাকা লাগে। এই গাছটির জন্য আমার অনেক ক্ষতি হচ্ছে।

এই গাছটির পার্শ্ববর্তী আলিয়া কটেজের দায়িত্বরত মুকিত মিয়া জানান, ঝড় বৃষ্টির দিন গাছের ডাল ভেঙ্গে আমার বিল্ডিং এর উপর পড়ে আমাদের বিল্ডিং এর অনেক ক্ষয়ক্ষতি হয়। আমার দেখা মতে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে অনেক দুর্ঘটনার শিকার হয়েছে। এই গাছটির মধ্যে দিয়ে আমার বিল্ডিংয়ে বৈদ্যুতিক তারের সংযোগ দেওয়া হয়েছে যা যেকোনো সময় অনেক বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ মুসার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবগত করে, এর সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ