Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৪, ২২ জুলাই ২০২১
আপডেট: ২৩:৫৮, ২২ জুলাই ২০২১

নবীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর মিনহাজের মৃতদেহ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে নিখোঁজের ৩ দিন পর মিনহাজ মিয়া (৫) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের নােয়াগাঁও গ্রামে শিশু মিনহাজের নানাবাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিনহাজ মিয়া উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সােনাপুর গ্রামের মৃত আতিক উল্লার ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােহাম্মদ ডালিম আহমেদ বলেন, শিশু মিনহাজ ৩ দিন আগে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয় এর প্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে একটি ডোবা থেকে শিশু মিনহাজের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ