Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ২৪ জুলাই ২০২১
আপডেট: ০০:৩২, ২৪ জুলাই ২০২১

মাধবপুরে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

হবিগঞ্জের মাধবপুর থেকে ১ হাজার ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। 

শুক্রবার (২৩ জুলাই) উপজেলার আদাঐর ইউপির মনতলা-মাধবপুর সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রসুলপুর গ্রামের আজগর আলীর ছেলে মো. মিন্টু মিয়া (২৮) ও মিনার মিয়ার ছেলে মানহানি মিয়া। 

র‍্যাব জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র‌্যাব-৯ সিপিসি-২ এর একটি আভিযানিক দলের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১০০২ পিস ইয়াবা ট্যাবলেট। 

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আলামত সহ আসামীদেরকে প্রেরণ করে। মাদক নির্মূলে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব। 

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ