Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ২ আগস্ট ২০২১
আপডেট: ০০:১৩, ৩ আগস্ট ২০২১

এক সপ্তাহ পরেও পরিচয় মেলেনি নবীগঞ্জে উদ্ধার সেই নারীর

নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার হতে সেই অজ্ঞাত মহিলাকে উদ্ধারের ৭দিন পেরিয়ে গেলেও তার পরিচয় মেলেনি। গত ৩০ জুলাই তাকে নবীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের মাধ্যমে কাশিমপুর সরকারী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ২৫ জুলাই সকাল ১০ টার দিকে ইমামবাড়ি বাজারের ব্যাবসায়ী মো. ফজলে লোহানী রবিনের দোকানের সামনে স্থানীয়রা ৭০ বছর বয়সী অজ্ঞাতনামা এক মহিলাকে দেখতে পান।

পরে ফজলে লোহানী ও স্থানীয়রা মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার নাম ঠিকানা বলতে পারেনি এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের মাধ্যমে কাশিমপুর সরকারী আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেন।

উক্ত মহিলার আত্নীয় স্বজনকে ও উক্ত মহিলাকে কেউ চিনে থাকলে নবীগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ