Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ৫ নভেম্বর ২০২১

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে তেলের লরি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে। তাঁর নাম শামিম আহমদ (৩২)। এ ঘটনায় আরও শামীমের দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।

শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মডেল বাজারের কাছে এ ঘটনা ঘটে।

আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে এবং যানচলাচল স্বাভাবিক করে। নিহত শামিম উপজেলার কুর্শী ইউনিয়নের রতনপুর গ্রামের আলাই মিয়ার ছেলে। গুরতর আহত শের আলী (৩০) ও আতাউর রহমানকে (৩১) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

 

জীবিকায় টান, দিশেহারা পরিবহন শ্রমিকেরা

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলো ইকবাল হোসেন (সিসিটিভি ফুটেজসহ)

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ