নবীগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০:৪৮, ২৭ ডিসেম্বর ২০২১
নবীগঞ্জে হাতমুখ বাঁধা অবস্থায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

নবীগঞ্জে হাতমুখ বাঁধা অবস্থায় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউপির হরিনগর সড়কের পাশে ফসলি জমি থেকে ঐ তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার হওয়া তরুণী ঐ ইউপির বাগাউড়া গ্রামের সুফু মিয়ার মেয়ে জুবা বেগম (১৭)।
জানা যায়, দুপুরে স্থানীয় লোকজন হরিনগর বাজার এলাকাধীন সড়কের পাশে ফসলি জমিতে হাতমুখ বাঁধা অবস্থায় এক তরুণীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এঘটনায় নিহতের বোন নিলুপা গণমাধ্যমকে জানিয়েছে, গতকাল রাতের খাবার খেয়ে দুবোন মোবাইলে সিনেমা দেখে ঘুমিয়ে যায়। সকাল বেলা ঘুম থেকে উঠেও জানতো না তার বোন খুন হয়েছে। তবে মাঝেমধ্যে একটি ছেলে তার বোনকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিয়ে থাকতো বলে জানিয়েছে।
নিহতের বাবা সুফু মিয়া বলেন, সকাল ৭টা থেকে মেয়েকে খুঁজে পাওয়া গেলেও জমিতে কাজ করার জন্য আমি চলে যাই। এখন খবর পেয়ে আমি বাড়িতে আসি। এবং জানতে পারি পাশর্^বর্তী সড়কের ধারে জমিতে মানুষের ভীড় দেখে আমার ছোট মেয়ে নিলুপা সেখানে গেলে পরে তার বোনোর লাশ দেখতে পায়। ধারণা করছি প্রেম ঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যার পর থেকে এখন পর্যন্ত মেয়ের মোবাইল ফোন পাওয়া যাচ্ছেনা।
এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গণমাধ্যমকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির গলায় কাটার দাগ রয়েছে, হাতমুখ বাঁধা ছিল। তবে ঘটনাস্থলে ব্লেড, মদের বোতল ও জুতা পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি ব্লেড দিয়ে গলাকাটা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখছি আশা করছি দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
আইনিউজ/এআর/এমএফএ/এসডি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার