Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৭, ৩১ ডিসেম্বর ২০২১
আপডেট: ২৩:০০, ৩১ ডিসেম্বর ২০২১

নবীগঞ্জে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা

নবীগঞ্জে রেস্টুরেন্টে জরিমানা করছেন মোবাইল কোর্ট। ছবি : আই নিউজ

নবীগঞ্জে রেস্টুরেন্টে জরিমানা করছেন মোবাইল কোর্ট। ছবি : আই নিউজ

হবিগঞ্জের নবীগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেল-রেস্টুরেন্টে খাবার রান্না ও পরিবেশন করা হচ্ছে।  এমন অভিযোগে বিভিন্ন রেস্টুরেন্টকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহি ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। এ সময় দেখতে পান অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেল-রেস্টুরেন্টে খাবার রান্না ও পরিবেশন করা হচ্ছে। যেখানে জীবন বিপন্নকারী পরিবেশ বিদ্যমান। এছাড়া ওজনে কম দেয়া হচ্ছে। এসব অপরাধে শহরের অনুরাগ রেস্টুরেন্ট, হাশেমবাগ রেস্টুরেন্ট ও আল রোজী রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী সর্বমোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছে নবীগঞ্জ থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) নাঈম আহমেদ-এর নেতৃত্বে পুলিশের একটি টিম।

সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ