Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

মো. ফাহাদ আহমদ

প্রকাশিত: ১৩:৫৯, ২ জানুয়ারি ২০২২
আপডেট: ১৪:০৩, ২ জানুয়ারি ২০২২

কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন, ৩টি ড্রেজার মেশিন ধ্বংস

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির অন্তর্ভুক্ত পাহাড়পুর এলাকাধীন কুশিয়ারা নদী হইতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ঐ মেশিনগুলো ধ্বংস করা হয়।

জানা গেছে, অনেকদিনে যাবৎ ঐ এলাকায় স্থানীয় একদল প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন। 

এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

আরও পড়ুন- মৌলভীবাজারে মুগ্ধতা ছড়ালো ফরাসি নাটক ‘কঞ্জুস’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রতিবছর বর্ষায় নদী ভাঙন দেখা দেয়। এতে নদীর তীরবর্তী অনেকের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। অনেককে আবার হুমকির ন্যায় মানবেতর জীবনযাপন করতে হয়। অন্যদিকে বালু উত্তোলন ও ট্রাক গাড়ি যাতায়াতের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলোর ক্ষতিসহ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকার আহবান জানান তারা। 

আরও পড়ুন- ইউপি নির্বাচন : শ্রীমঙ্গলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। 

আইনিউজ/ মো. ফাহাদ আহমদ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ