Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০০, ৩০ জানুয়ারি ২০২২

নবীগঞ্জে ব্রিজ আছে, নেই রাস্তা

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈইখাই গ্রামে নোয়াখাই খালের উপর অপরিকল্পিত ভাবে ত্রিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ এলাকাবাসীর কোন কাজে আসছে না। ব্রিজের দুই ধারে রাস্তা নেই তবু নির্মাণ করা হয়েছে ব্রিজ। ব্রিজের এক পাশে সংযোগ রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কেন বা কার স্বার্থে এই ব্রিজ তৈরি করা হয়েছে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে।

বিবিয়ানা নদীর শাখা নোয়াখাই। দীর্ঘদিন আগে যখন পানিতে টইটুম্বুর থাকত নদী, তখন নদীপথেই ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ করত কৈইখাই, বক্তারপুর, লালাপুর, প্রজাতপুরের লোকজন। এরপর স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুব্যবস্থা করতে সেতু নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়কবিহীন সেতু কোনো সুবিধাই দিতে পারেনি। কালের আবর্তে নদীটি যখন শুকিয়ে বিলীন হওয়ার পথে, তখনও স্থানীয় সরকারের দুর্নীতি, সমন্বয়হীনতা আর অব্যবস্থাপনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ব্রিজ।কোনো প্রকার সংযোগ সড়ক ছাড়াই নির্মাণ করা হয় ব্রিজটি।

আরও পড়ুন- গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল চৌধুরী মারা গেছেন

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নং কৈইখাই গ্রামের কৈখাইড় জামে মসজিদ ও কৈখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নোয়াখাই খালের উপর সেতুটি নির্মাণ করা হয়েছে। তবে ব্রিজ তৈরি করা হলেও জনগণের কোনো কাজে আসছে না। কারণ ব্রিজটির একপাশে রাস্তা থাকলেও অন্য পাশে নেই কোন রাস্তা।

স্থানীয় বয়স্ক ব্যক্তি রফিক মিয়ার সাথে কথা বলে তিনি জানান, প্রায় ত্রিশ বছর আগে এই ব্রিজটি কে বা কারা নির্মাণ করে ছিল।

আরও পড়ুন- সিলেটের নতুন জেলা প্রশাসক মো. মজিবর রহমান

নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মীর সাব্বির হোসেনের সাথে মোবাইল ফোন কথা বলে তিনি জানান, এখানে আমি যোগদান করার আগে আরেক জন অফিসার ছিলেন বিশ বছর। সেই অফিসার আমলে হয় নাই, এই ব্রিজটি নির্মাণ এলজিইডির বরাদ্দ হতে হয় নাই।

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ