Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০২২

নবীগঞ্জে রাজনা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

হবিগঞ্জের নবীগঞ্জে রাজনা বেগম (২০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যায় জড়িত থাকার অভিযোগে বাড়িওয়ালা ও তার ছেলেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও থানা পুলিশ। তারা দু’জন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আটক ব্যক্তিরা হলেন- রসুলগঞ্জ এলাকার শফিক আলী(৬০) ও তার ছেলে মাসুম মিয়া (২২)। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) অপর একটি অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -৯ আরেকটি টিম ও নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় মুন্সিগঞ্জ জেলা থেকে হত্যা মামলার প্রধান আসামী রাজনা বেগবের স্বামী জাকারিয়াকে (২২) গ্রেফতার করা হয়। বেলা ২টায় নবীগঞ্জ হস্তান্তর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -৯। 

প্রশাসনিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে র‍্যাব, হবিগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার রসুলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বাবা-ছেলেকে আটক করে। শুক্রবার ৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় আসামি শফিক আলী ও মাসুম মিয়াকে কোর্টে চালান করা হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) নিহত রাজনা বেগমের ভাই সুফী মিয়া নবীগঞ্জ থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে রাজনা বেগমের স্বামী জাকারিয়া, শ্বশুর সবুজ মিয়া, বাড়িওয়ালা শফিক মিয়া, তার ছেলে মাসুম মিয়া ও প্রতিবেশী এরশাদ মিয়াকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ এলাকায় জাকারিয়ার ভাড়া বাসা অর্থাৎ শফিক আলীর বাসা থেকে রাজনার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ওইদিন সন্ধ্যায় রাজনা তার স্বামী জাকারিয়ার সঙ্গে বাসায় ছিলেন বলে জানায় পুলিশ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ