Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ১০ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২২

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তির কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই দুই ব্যক্তির নাম সোহেল মিয়া (৪০) ও সাইফুর রহমান(৪৮)। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এসময় এস আই বিজয় দেবনাথের  নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

আরও পড়ুন- সিলেটে মেয়েকে হত্যার পর মায়ের আত্মসমর্পণ!

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর এলাকায় প্রস্তাবিত আশ্রয়ণ-২ প্রকল্পের সরকারি খাস জমি হতে অবৈধভাবে মাটি কাটছিলেন সোহেল মিয়া ও সাইফুর রহমান। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা  আইনের ১৫(১) ধারা অনুযায়ী এই দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

প্রশাসনিক সূত্র আরো জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর এলাকায় বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মনসুর হোসেন (৫৫) নামে এক আরেক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আরও পড়ুন- আইনিউজে সংবাদ প্রকাশের পর অনশনরত যুবতীর বিয়ে!

অভিযানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। 

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

 

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ