Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:১১, ১৭ মার্চ ২০২২

টিউবওয়েলের নির্মাণকাজ করতে গিয়ে নবীগঞ্জে দুই শ্রমিকের মৃত্যু

নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের সোজাপুর গ্রামে টিউবওয়েল নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে সোজাপুর গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শাল্লা শ্রীহাই গ্রামের আনুর মিয়ার পুত্র হাসিদিল মিয়া (১৭) ও শাল্লা সেন নগর গ্রামের জিয়াজ আলীর পুত্র জুটন মিয়া (২২)।

জানা যায়,নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের সোজাপুর গ্রামে আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল নির্মাণ কাজ করতে গিয়ে লোহার পাইপ বসাতে গিয়ে বৈদ্যুতিক তারের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।

সহকর্মী ও স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই আমির হামজা ঘটনাস্থালে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ২ টি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ