Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ২০ জুন ২০২২

অতিরিক্ত ভাড়া নেয়ায় হবিগঞ্জী বাসের ৪ ড্রাইভারকে চাকরিচ্যুত

৯টি গাড়ির আরও ১৮ জন শ্রমিকের বিরুদ্ধে একই অভিযোগের তদন্ত চলছে

৯টি গাড়ির আরও ১৮ জন শ্রমিকের বিরুদ্ধে একই অভিযোগের তদন্ত চলছে

বন্যা পরিস্থিতির মাঝে সিলেট ও সুনামগঞ্জ থেকে আসা বন্যার্তদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে অভিযোগে হবিগঞ্জে ৪টি বাসের চালক ও কন্ট্রাক্টরসহ মোট ৮ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

আজ সোমবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।

এসময় তিনি তিনি বলেন, ৪ গাড়ির চার চালক ও চার কন্ডাক্টরের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় রোববার রাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযুক্ত ৯টি গাড়ির আরও ১৮ জন শ্রমিকের বিরুদ্ধে একই অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদেরও অব্যাহতি দেওয়া হবে।

শঙ্খ শুভ্র আরও বলেন, পরবর্তীতে সমিতির পক্ষ থেকে আর কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত অব্যাহতি প্রাপ্ত শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন না। আর যেন কোনো যাত্রী হয়রানির শিকার না হন সে ব্যাপারে সতর্ক থাকা হবে।

উল্লেখ্য, গত শনিবার হবিগঞ্জ-সিলেট লাইনে ১৮০ টাকা ভাড়ার জায়গায় সর্বোচ্চ সাড়ে ৩শ’ টাকা নেওয়ার অভিযোগ ওঠে বাস কর্মচারীদের নামে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সমিতির কর্মকর্তারা সংবাদকর্মীদের কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত শুরু করেন। 

আইনিউজ/এইচএ 

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ