অঞ্জন রায়, নবীগঞ্জ
নবীগঞ্জে ৫ হাজার কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ। ছবি- আই নিউজ
নবীগঞ্জ উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি ২০২৩-২৪ মৌসুমে বোরো ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনির সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়াম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পাল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মো. সেলিম তালুকদার, সাংবাদিক এম.এ আহমদ আজাদ, শাহ সুলতান আহমদ, মোফাজ্জল ইসলাম সজীব, ইউপি সদস্য আব্দুল মুকিত, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও সহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলা ১৩টি ইউনিয়নের কৃষকসহ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
এসময় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ৫ হাজার কৃষকদের মধ্যে ৫ কেজি করে উফশী জাত ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণের উদ্বোধন করা হয়।
১নং বড় ভাকৈর পশ্চিম ৪১৫, ২নং বড় ভাকৈর পূর্ব ৩৭০, ৩নং ইনাতগঞ্জ ৩৬৫, ৪নং দীঘলবাক ৩৪০, ৫নং আউশকান্দি ৩৫০, ৬নং কুর্শি ৩৬০, ৭নং করগাও ৪২৫, ৮নং নবীগঞ্জ সদর ৩৪৫, ৯নং বাউসা ৩৪০, ১০নং দেবপাড়া ৩৬০, ১১নং গজনাইপুর ৩৪৫, ১২নং কালিয়ারভাঙ্গা ৪০০, ১৩নং পানিউমদা ৩৬৫, ও নবীগঞ্জ পৌরসভায় ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে বক্তাগণ বলেন, বর্তমান সরকার এই চলতি মৌসুমের সময়ে কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’