Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ৩০ জানুয়ারি ২০২৬

শ্রীমঙ্গলে সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সিলেট ললিতকলা একাডেমীর উদ্যোগে পরিচালিত ‘আদর্শ সংগীত বিদ্যালয়’ শ্রীমঙ্গল কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আদর্শ সংগীত বিদ্যালয়ের আয়োজনে এ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিত সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ সংগীত বিদ্যালয়ের পরিচালক ও প্রধান প্রশিক্ষক করুনাময় দাশ মৃত্যুঞ্জয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে আদর্শ সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত জানকী মোহন দেব এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওস্তাদ তারিনী সরকারকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তাঁদের উদ্দেশে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।

শেষপর্বে বিভিন্ন বিষয়ের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রায় চার শতাধিক শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা প্রদান করা হয়।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়