বিনোদন ডেস্ক
দূরত্ব মুছে পর্দায় দেব-রুক্মিণী? কোন ছবিতে ফিরছে জনপ্রিয় জুটি
ফের জুটি বাঁধছেন দেব-রুক্মিণী। ছবি: সংগৃহীত
টলিউডে ফের জোর গুঞ্জন। তবে কি সব দূরত্ব ভুলে আবার পর্দায় ফিরছেন দেব ও রুক্মিণী মৈত্র? গত বছর ‘ধূমকেতু’ মুক্তির আগে থেকেই এই তারকা জুটিকে ঘিরে শুরু হয়েছিল নানা জল্পনা। সমাজমাধ্যমে রটে যায়, তাঁদের সম্পর্কে নাকি তৈরি হয়েছে ‘লক্ষ যোজন দূরত্ব’।
‘ধূমকেতু’ ছবিতে দেবের বিপরীতে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির প্রচারপর্বে কোথাও দেখা যায়নি রুক্মিণীকে। সেখান থেকেই শুরু হয় গুঞ্জন- যুগলের সম্পর্কে কি তবে ভাটা পড়েছে? যদিও একাধিকবার দেব ও রুক্মিণী দু’জনেই স্পষ্ট জানিয়েছেন, তাঁদের সম্পর্কে কোনও পরিবর্তন হয়নি। তবুও নিন্দুকদের জল্পনা থামেনি। তার ওপর ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর পর টানা তিন বছর বড়পর্দায় একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।
এর মাঝেই টলিপাড়ায় নতুন করে চর্চা। অন্দরমহলের খবর, আসন্ন স্বাধীনতা দিবসে দেব দর্শকদের উপহার দিতে চলেছেন তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’। আর সেই ছবিতেই নাকি ফের একসঙ্গে দেখা যেতে পারে দেব-রুক্মিণীকে! ছবিটি পরিচালনা করছেন বিনয় মুদগিল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ফেব্রুয়ারি মাসেই শুরু হবে শুটিং।
এই ছবিতে বাস্তবের ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের চরিত্রে অভিনয় করবেন দেব। গত জন্মদিনেই নিজের ৫০তম ছবি হিসেবে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। উত্তরবঙ্গের বাসিন্দা করিমুল হক এক মর্মান্তিক অভিজ্ঞতার পর থেকেই শুরু করেন মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত। সময়মতো অ্যাম্বুল্যান্স না পেয়ে হাসপাতালে চিকিৎসা করাতে না পারায় তাঁর মা মারা যান। সেই ঘটনা বদলে দেয় তাঁর জীবন। এরপর থেকেই নিজের বাইকেই বিনামূল্যে অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি। তাঁর এই নিঃস্বার্থ মানবসেবার স্বীকৃতি হিসেবে কেন্দ্র সরকার তাঁকে ‘পদ্ম’ সম্মানে ভূষিত করেছে।
এর আগে এক সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, করিমুল হকের সঙ্গে তাঁর ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে। মাটির কাছাকাছি থাকা এই মানুষটির জীবনসংগ্রাম তাঁকে গভীরভাবে ছুঁয়ে গেছে। বাস্তবের এই নায়ককে কাছ থেকে বোঝার জন্য তিনি উত্তরবঙ্গেও যাবেন বলে জানান। চরিত্রটিকে পর্দায় বাস্তবসম্মতভাবে তুলে ধরতে আপাদমস্তক করিমুল হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।
কলকাতা ও জলপাইগুড়ির বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং। যদিও এখনও পর্যন্ত ছবির নায়িকা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দেব ও প্রযোজক দু’জনেই এই গুঞ্জন নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ ছবির হাত ধরেই কি আবার বড়পর্দায় ফিরছে দেব-রুক্মিণীর জনপ্রিয় জুটি?
ইএন/এসএইচএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ

























