Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬,   মাঘ ১২ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৯, ২৫ জানুয়ারি ২০২৬

শীতকালীন ক্যাম্পিংয়ে তারুণ্যের উচ্ছ্বাস

শ্রীমঙ্গলে বিওয়াইসিএফ উইন্টার ওয়াইল্ড ২০২৬ অনুষ্ঠিত

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন বিশেষ ক্যাম্পিং আয়োজন ‘উইন্টার ওয়াইল্ড ২০২৬’।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শ্রীমঙ্গলের জুলিয়ানা’স টি ক্যাম্পিং ভেন্যুতে অনুষ্ঠিত এই আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ সদস্যদের অংশগ্রহণে ক্যাম্পিংটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

গতকাল শনিবার সকালে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ‘উইন্টার ওয়াইল্ড ২০২৬’-এর উদ্বোধন করেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় চেয়ারম্যান শাহ মুজিবুল হক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ-এর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ, যারা আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উইন্টার ওয়াইল্ড ২০২৬-এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং এই আয়োজনের আহ্বায়ক মুম তাহানা সরকার।

শ্রীমঙ্গলের চা-বাগানঘেরা মনোরম পরিবেশে আয়োজিত এই ক্যাম্পিং প্রোগ্রামে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিওয়াইসিএফ সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জন্য এটি ছিল এক অনন্য ও অভিজ্ঞতামূলক আয়োজন।

ক্যাম্পের পুরো সময়জুড়ে ছিল ন্যাচার ট্রেইল ও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, গ্রুপ গেমস ও ফ্রেন্ডশিপ অ্যাক্টিভিটিজ, শুভেচ্ছা উপহার বিনিময়, সাংস্কৃতিক সন্ধ্যা এবং ক্যাম্পফায়ার। এসব কার্যক্রমের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্ব, নেতৃত্বগুণ ও দলগত চেতনা আরও দৃঢ় হয়েছে বলে জানান তারা।

এই উইন্টার ওয়াইল্ড ক্যাম্পিংয়ে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও মৌলভীবাজার জেলা থেকে প্রায় ৬০ জন বিওয়াইসিএফ সদস্য অংশগ্রহণ করেন। তাবু ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন রাইয়ান হোসেন আপন, যিনি দক্ষতার সঙ্গে পুরো ক্যাম্পিং কার্যক্রম পরিচালনা করেন।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও প্রকৃতিপ্রেম জাগ্রত করতেই নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও ইতিবাচক সাড়া ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের অনুপ্রেরণা জুগিয়েছে।

সব মিলিয়ে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত বিওয়াইসিএফ-এর ‘উইন্টার ওয়াইল্ড ২০২৬’ ছিল এক প্রাণবন্ত, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজন, যা সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করেছে।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়