শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ৬০তম বার্ষিক চা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
শ্রীমঙ্গলে ৬০তম বার্ষিক চা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) ৬০তম চা-সম্পর্কিত বার্ষিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাংলাদেশ চা বোর্ডের ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্রে সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) ও যুগ্ম সচিব মো. মোয়াজ্জম হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমস ফিনলে চা কোম্পানির চিফ অপারেটিং অফিসার মো. তাহসিন আহমদ চৌধুরী এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সিলেট শাখার চেয়ারম্যান জি এম শিবলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুন। এতে বক্তব্য রাখেন প্যারাগন টি কোম্পানির পরিচালক (অপারেশন) মুফতি হাসান।
সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে সিলেট, মৌলভীবাজার, পঞ্চগড়, হবিগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের সহকারী ব্যবস্থাপক, ব্যবস্থাপক, নবীন চা-বাগান মালিক (টি প্লান্টার), বায়ারসহ প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ কোর্সে আধুনিক চা উৎপাদন ব্যবস্থাপনা, গবেষণা ফলাফল প্রয়োগ, পোকামাকড় ও রোগবালাই দমনসহ চা শিল্পের টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























