Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ৩০ জানুয়ারি ২০২৬

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

ব্রিটেনভিত্তিক সমাজসেবামূলক সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি আর্তমানবতার সেবায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগের বিশ্বনাথ উপজেলার রামধনা ডালারপার এলাকায় গত মঙ্গলবার দিনমজুর, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অ্যাডভাইজার ও জিএসসি’র নর্থ রিজিওনের সাবেক চেয়ারপার্সন ফয়জুর রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

এ সময় যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। তিনি এই মানবিক প্রকল্প বাস্তবায়নে নর্থ রিজিওনাল কমিটি ও বাংলাদেশ টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, প্রত্যন্ত অঞ্চলের দিনমজুর ও শ্রমজীবী মানুষের জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কল্যাণমুখী। ভবিষ্যতেও সংগঠনের সব মানবিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মেডিকেল ক্যাম্পে যুক্তরাজ্য থেকে আগত এনএইচএস হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী দিনমজুর, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটের রেজিস্ট্রার ডা. রাজবীর আহমেদ।

এছাড়াও চিকিৎসা কার্যক্রমে অংশ নেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রেজিস্ট্রার (অপথালমোলজি) ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এইচএমও ডা. তৌহিদা চৌধুরী।

মেডিকেল ক্যাম্পে নবজাতক শিশুদের চিকিৎসা, চক্ষু চিকিৎসা, সাধারণ মেডিসিন, হৃদরোগ সংক্রান্ত পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ফ্রি ওষুধ বিতরণ করা হয়।

বক্তব্যে ফয়জুর রহমান চৌধুরী বলেন,
“সমাজের সুবিধাবঞ্চিত, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও মহতী কার্যক্রম অব্যাহত রাখব। ফিলিস্তিনের গাজাসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে আমরা নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে যাচ্ছি।”

যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, “স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে অনেক রোগের ঝুঁকি কমে যায়। সুস্থ থাকার প্রধান চাবিকাঠি হলো নিয়মিত স্বাস্থ্য সচেতনতা। সবাইকে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাই।”

চিকিৎসা যেখানে অনেকের কাছে স্বপ্ন, সেখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্প হয়ে উঠেছে আশার আলো। দিনব্যাপী এই ক্যাম্পে সেবা পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

দূর-দূরান্ত থেকে আগত রোগীরা এই মানবিক উদ্যোগে উপকৃত হয়ে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সত্যিই প্রশংসনীয় বলে উল্লেখ করেন স্থানীয়রা।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়