Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৭, ২৭ জানুয়ারি ২০২৬

মৌলভীবাজারে বিএনপির ২১ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার-৪ আসনের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির মোট ২১ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে সোমবার (২৬ জানুয়ারি) রাতে ১১ জন এবং এর আগে গত ১৯ জানুয়ারি রাতে আরও ১০ জনকে অব্যাহতি দেওয়া হয়।

সোমবার রাতে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার অব্যাহতি পাওয়া নেতারা হলেন- শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, মীর এম এ সালাম, টিটু দাস, নজরুল ইসলাম, টমাস আহমেদ ও আলকাছ মিয়া; কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।

এর আগে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১০ জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়।

ওই সময় অব্যাহতি পাওয়া নেতারা হলেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সি: যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, সদস্য মো. আবুল হোসেন, আব্দুল মছব্বির ও সেলিম মিয়া; শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ; কমলগঞ্জ উপজেলা বিএনপির সি: যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, সদস্য গোলাম কিবরিয়া সফি ও পুষ্প কুমার কানু, এডভোকেট আব্দুল আহাদ এবং মো. শফিকুর রহমান চৌধুরী।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অব্যাহতির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই সঙ্গে অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়