মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার আন্তঃ ইউনিয়ন চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট
ছবি: আই নিউজ
মৌলভীবাজার জেলা সদরের আমতৈল ফোর স্টার ক্লাবের আয়োজনে মরহুম মোহাম্মদ সিপু খান স্মৃতি মৌলভীবাজার সদর আন্তঃ ইউনিয়ন চ্যাম্পিয়নশিপ ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে আমতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ফাইনালে খলিলপুর ইউনিয়নের বিপক্ষে টসে হেরে একাটুনা ইউনিয়ন প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২৫৩ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। একাটুনা ইউনিয়নের দলীয় অধিনায়ক সিদ্দিকুর রহমান দুর্দান্ত ব্যাটিংয়ে ১২৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া রাহি করেন ৪৬ রান।
২৫৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে খলিলপুর ইউনিয়ন শুরু থেকেই সমানতালে লড়াই করে। ইনিংসের শেষ ওভারের শেষ বলে নাটকীয় জয়ের মাধ্যমে খলিলপুর ইউনিয়ন চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেয়। এ ম্যাচে একাটুনা ইউনিয়ন রানার্সআপ হিসেবে সন্তুষ্ট থাকতে হয়।
টুর্নামেন্টে সেরা বোলারের পুরস্কার পান একাটুনা ইউনিয়নের এমদাদ এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন একাটুনা ইউনিয়নের সিদ্দিকুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এএসপি মোহাম্মদ মুহিবুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রানা খান শাহীন, বিআরইবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাদিক জামান খান এবং বিপিডিবির উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাকিল খান।
এছাড়াও অনুষ্ঠানে আয়োজক সংগঠন আমতৈল ফোর স্টার ক্লাবের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ডওয়াইডের ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এক অভিনন্দন বার্তায় চ্যাম্পিয়ন খলিলপুর ইউনিয়ন এবং রানার্সআপ একাটুনা ইউনিয়নকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। নতুন প্রজন্মই দেশের সোনালি ভবিষ্যৎ তাদের সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলেও মত প্রকাশ করেন অতিথিরা।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























