শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস পালন
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। তিনি বলেন, “বিদ্যুৎ ও জ্বালানির মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত অগ্রাধিকার খাতে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত নীতি, পরিকল্পনা ও আইনে একদিকে যেমন ঘাটতি রয়েছে, অন্যদিকে বিদ্যমান আইন ও বিধিমালার সীমাবদ্ধতা ও অস্পষ্টতাকে কাজে লাগিয়ে প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও নীতিনির্ধারণে অনিয়ম ও সমন্বয়হীনতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।”
তিনি আরও বলেন, “নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অংশীজনের সক্ষমতার ঘাটতি, অর্থায়ন ও বিনিয়োগ সংকট, প্রণোদনার অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং দেশি-বিদেশি লবির প্রভাবে নবায়নযোগ্য জ্বালানির পরিবর্তে জীবাশ্ম জ্বালানিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর ফলে এ খাতে নীতি করায়ত্ত, স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিসহ সুশাসনের ঘাটতি ক্রমেই প্রকট আকার ধারণ করেছে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি এস. এ. হামিদ, সাবেক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, পরিমল সিং বাড়াইক, রীনা মজুমদারসহ ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ। এ সময় ছাত্র-জনতাসহ প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























