Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৩ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ২৬ জানুয়ারি ২০২৬

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস পালন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। তিনি বলেন, “বিদ্যুৎ ও জ্বালানির মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত অগ্রাধিকার খাতে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত নীতি, পরিকল্পনা ও আইনে একদিকে যেমন ঘাটতি রয়েছে, অন্যদিকে বিদ্যমান আইন ও বিধিমালার সীমাবদ্ধতা ও অস্পষ্টতাকে কাজে লাগিয়ে প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও নীতিনির্ধারণে অনিয়ম ও সমন্বয়হীনতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অংশীজনের সক্ষমতার ঘাটতি, অর্থায়ন ও বিনিয়োগ সংকট, প্রণোদনার অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং দেশি-বিদেশি লবির প্রভাবে নবায়নযোগ্য জ্বালানির পরিবর্তে জীবাশ্ম জ্বালানিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর ফলে এ খাতে নীতি করায়ত্ত, স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিসহ সুশাসনের ঘাটতি ক্রমেই প্রকট আকার ধারণ করেছে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি এস. এ. হামিদ, সাবেক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, পরিমল সিং বাড়াইক, রীনা মজুমদারসহ ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ। এ সময় ছাত্র-জনতাসহ প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়