মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পরিত্যক্ত অবস্থায় ৯টি এয়ারগান উদ্ধার
মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৯টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৯ সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি (রোববার) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল বস্তি রোডসংলগ্ন একটি কলাবাগানের আশপাশে এয়ারগান লুকানো থাকতে পারে। খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে কলাবাগানের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করে।
এছাড়া একই দিনে পৃথক আরেকটি অভিযানে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে মৌলভীবাজার সদর থানার আপার কাগাবলা ইউনিয়নের গোপলা নদীর পশ্চিম পাশের ঝোপ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় আরও ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এয়ারগানগুলোর সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া এয়ারগানগুলো নাশকতামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হতে পারে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে মৌলভীবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























