Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৩ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৪, ২৬ জানুয়ারি ২০২৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে, জনজীবন বিপর্যস্ত

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় চায়ের রাজধানী শ্রীমঙ্গলে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। 

সোমবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে শহর ও গ্রামাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সময়জুড়ে এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। দীর্ঘ সময় ধরে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়ে যায়।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসান জানান, “শীত মৌসুমের শেষ পর্যায়ে থাকলেও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।”

তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা-বাগানের শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছেন। পাশাপাশি শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।

এদিকে স্থানীয়দের দাবি, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত শীতবস্ত্র বিতরণসহ প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হোক।

ইএন/এসইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়