Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৫ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৬, ২৮ জানুয়ারি ২০২৬

ডাস্টবিন পরিষ্কার না হওয়ায় চরম দুর্ভোগে ব্যবসায়ী-পথচারীরা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে দীর্ঘদিন ধরে ডাস্টবিন ও ড্রেন পরিষ্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। নিয়মিত পরিষ্কার না হওয়ায় বাজার এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পৌরসভার ভানুগাছ বাজারের ১০ নম্বর রোডে আলা-আমিন প্লাজার সম্মুখে স্থাপিত একটি ডাস্টবিন দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। এতে আশপাশের এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধের কারণে নাকে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। বাজারের ব্যবসায়ীরা দোকানে বসে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।

এলাকাবাসীরা জানান, শুধু একটি ডাস্টবিন নয়, পৌরসভার বিভিন্ন স্থানে স্থাপিত প্লাস্টিকের ডাস্টবিনগুলো মাসের পর মাস নিয়মিত পরিষ্কার করা হয় না। পাশাপাশি ভানুগাছ বাজারসহ আশপাশের একাধিক ড্রেন ময়লা-আবর্জনায় ভরে থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, ফলে দুর্গন্ধ আরও তীব্র আকার ধারণ করছে।

ভানুগাছ বাজারের ১০ নম্বর রোডের স্টেশনারি ব্যবসায়ী সুমন, সার ব্যবসায়ী লেছি মিয়া এবং আলা-আমিন প্লাজার ব্যবসায়ী শায়েক আহমেদ চৌধুরী বলেন, “মার্কেটের সামনে একটি ডাস্টবিন রাখা হয়েছে, কিন্তু সেটি মাসেও একদিন পরিষ্কার করা হয় না। ময়লার তীব্র দুর্গন্ধে মানুষ নাকে রুমাল দিয়ে চলাচল করছে। আমরা দোকানে বসে ঠিকমতো ব্যবসাও করতে পারছি না।”

তারা আরও বলেন, “পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের কাছে আমাদের জোর অনুরোধ, ভানুগাছ বাজারসহ পুরো পৌরসভার ডাস্টবিন ও ড্রেন নিয়মিত পরিষ্কারের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।”

এ বিষয়ে কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন,
“ড্রেনগুলো ভরাট হয়ে গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দেখা হবে কী করা যায়। আর বাজারের ডাস্টবিন পরিষ্কারের বিষয়টি দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, জনস্বার্থে প্রতিদিন ডাস্টবিন পরিষ্কার এবং দ্রুত ড্রেনের ময়লা অপসারণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এ অবস্থায় পৌর প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়