নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৪, ২৪ মে ২০২০
আপডেট: ১৪:৪৭, ২৪ মে ২০২০
আপডেট: ১৪:৪৭, ২৪ মে ২০২০
করোনা জয় করে সুস্থ হয়েছেন মৌলভীবাজারের ৩ চিকিৎসক

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস জয় করেছেন মৌলভীবাজারের ৩ বিশেষজ্ঞ চিকিৎসক।
গত ৫ মে করোনা ভাইরাসে আক্রান্ত হন মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মারুফ রাসেল, গাইনী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ মির্জা ফারজানা হলি এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. বিশ্বজিৎ দেব। তারা সবাই নিজ নিজ কর্মস্থলে চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন। আক্রান্ত হবার পর তারা চলে চান আইসোলেশনে।
১৮ মে তাদের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর মধ্যে পরপর দুইটি রিপোর্টই নেগেটিভ এসেছে ডা. বিশ্বজিৎ এবং ডা. মারুফের। ডা. হলি শেষ রিপোর্টটির জন্য অপেক্ষা করছেন। যদিও তার একটি রিপোর্ট ইতিমধ্যে নেগেটিভ এসেছে। করোনা মুক্ত হওয়ার এই তথ্য তারা সবাই আলাদা আলাদাভাবে আইনিউজকে নিশ্চিত করেছেন।
ডা. আবদুল্লাহ আল মারুফ রাসেল আইনিউজকে বলেন, আমার দুইটি রিপোর্ট নেগেটিভ এসেছে। আমার কঠিন সময়ে সময়ে যারা বিভিন্নভাবে আমাকে সাহস দিয়েছেন, খবর নিয়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে মৌলভীবাজার বিএমএর সভাপতি ডা. শাব্বির হোসেন খান এবং সাধারণ সম্পাদক ডা. শাহাজান কবির চৌধুরী যেভাবে আমার এবং আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাতে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
ডা. বিশ্বজিৎ দেব বলেন, আমার থেকে সংক্রমিত হয়ে আমার স্ত্রী এবং মাও আক্রান্ত হন। সব মিলিয়ে খুব কঠিন সময় পার করেছি। মা বয়ষ্ক থাকায় খুব চিন্তিত ছিলাম। তবে শেষ পর্যন্ত আমার সাথে তাদের রিপোর্টও নেগেটিভ এসেছে। গত কয়দিন মৌলভীবাজারের সর্বস্থরের মানুষ আমার খবর নিয়েছেন, সাহস দিয়েছেন। বিষয়টি প্রমাণ করে মৌলভীবাজার মানুষ সামাজিকভাবে খুবই সংঘবদ্ধ। সবার প্রতি কৃতজ্ঞতা।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এপ্রিল মাসের ৪ তারিখ প্রথম মৌলভীবাজারে করোনা ভাইরাসার সনাক্ত হয় জেলার রাজনগর উপজেলায়। সেই থেকে এখন পর্যন্ত আক্রান্ত জেলার মোট আক্রান্ত ৮৯ জন। তার মধ্যে ৩২ জন স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে ডাক্তার ৯ জন, নার্স ১০ জন এবং বাকী ১৩ জন হাসপাতালের ওয়ার্ড বয় ক্লিয়ারসহ বিভিন্ন পদের কর্মচারী।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
সর্বশেষ
জনপ্রিয়