Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫,   বৈশাখ ২১ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৩, ৫ মে ২০২৫

শাবিপ্রবিতে ক্যান্সার মোকাবেলা বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ক্যান্সার চিকিৎসা ও ব্যবস্থাপনার আধুনিক দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শাবিপ্রবি গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিষয়টি আজ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। 

এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

এ আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অফ মেডিসিন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মনিরউদ্দিন চৌধুরী, শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম এবং বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল হাসনাত।

আলোচনায় বক্তারা আধুনিক চিকিৎসা প্রযুক্তি, জিনগত গবেষণা, এবং দেশের প্রেক্ষাপটে ক্যান্সার চিকিৎসার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়