মৌলভীবাজার প্রতিনিধি
ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে কিওর’র সচেতনতা

কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (কিওর)-এর উদ্যোগে ’সেইফ চয়েস, সেইফ স্পেস’ শীর্ষক একটি সচেতনতামূলক সেশন সোমবার (৫ মে) মৌলভীজার সদর উপজেলার দুটি বিদ্যালয় যথা - শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
শিশুদের মধ্যে নিজেদের শরীর নিয়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা চাই, তারা যেন ভয় না পেয়ে খোলামেলা কথা বলতে শেখে এবং সাহায্য চাইতে পারে। এই সেশন সেই আত্মবিশ্বাসই তৈরি করে।
প্রায় ১৫০ জনেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ সেশনে আলোচ্য বিষয় ছিল ভালো ও খারাপ স্পর্শ, একান্ত ব্যক্তিগত জায়গাগুলো সম্পর্কে সচেতনতা, এবং খারাপ স্পর্শের সম্মুখীন হলে করণীয় বিষয়াদি। শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল বেগম বলেন, "এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষকদেরও প্রশিক্ষিত রাখার চেষ্টা করছি।"
অন্যদিকে শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালমা আক্তার বলেন,”শিশুদের মধ্যে নিজেদের শরীর নিয়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা চাই, তারা যেন ভয় না পেয়ে খোলামেলা কথা বলতে শেখে এবং সাহায্য চাইতে পারে। এই সেশন সেই আত্মবিশ্বাসই তৈরি করে।"
শিক্ষার্থীরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, “আমরা এখন ভালোভাবে বুঝতে পারছে কোনটি খারাপ স্পর্শ এবং কিভাবে এমন পরিস্থিতিতে সাহায্য চাওয়া যায়।” চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লিজা জানায়, "আমি বুঝতে পেরেছি কোনটা খারাপ স্পর্শ, এখন থেকে আমি মাকে বলব যদি কিছু খারাপ হয়।"
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাকিব বলে, "আমরা শিখেছি আমাদের শরীর আমাদের নিজস্ব, কাউকে না চাইলে ধরতে দিতে হয় না।"
দুটি বিদ্যালয়ের মনোনীত দুইজন শিক্ষককে শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সেশনের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ফটোসেশন আয়োজনের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা