নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:৪০, ২ মার্চ ২০২২
সাপের কামড়েই কী কৃষকের মৃত্যু!

কৃষক রকিব চৌধুরী
মৌলভীবাজারের জনপ্রিয় কৃষক রকিব চৌধুরী মারা গেছেন। তিনি শহরতলীর ইসলামপুর এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। এলাকাবাসী ও পরিবারের দাবি তিনি সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন। তবে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ভিন্ন কথা জানিয়েছেন।
কৃষক রকিব চৌধুরীর প্রথম নামাজে জানাযা ইসলামপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় নামাজে জানাযা বেলা দুইটায় রাজনগর উপজেলার মশাজান গ্রামে (রকিব চৌধুরীর পুরাতন বাড়ি) অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবেশিদের ভাষ্য
প্রতিবেশি আহমদ উদ্দিন আই নিউজকে জানান, মঙ্গলবার (১ মার্চ) রাতে রকিব চৌধুরী বাড়ির কাছে মরিচ ক্ষেতে পানি সেঁচ দিচ্ছিলেন। এ সময় একটি গর্ত দিয়ে ক্ষেতের পানি চলে যাচ্ছিলো। তখন তিনি পা দিয়ে গর্ত বন্ধ করার চেষ্টা করেন। এ সময় পায়ে বিষাক্ত কোনো একটা কিছু কামড় দিয়েছে বলে অনুভব করেন। সেটা সাপের কামড় বলে সবাইকে জানান রকিব চৌধুরী। সাপেড় ওপর পা দিয়েছেন বলেও জানান। পরে বাড়িতে এসে গামছা দিয়ে পা বাঁধেন।
আহমদ উদ্দিন বলেন, পা বেঁধে আবার ক্ষেতে যান রকিব চৌধুরী। তখন স্ত্রীকে চা বানাতে বলে যান। একটু সময় পরে ফিরে এসে বলেন চা খাবেন না। মাথা ঝিমঝিম করছে। তখনই তিনি অচেতন হয়ে পড়েন।
সাথে সাথে সিএনজি (সিএনজি চালিত অটোরিকশা) ডেকে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আহমদ উদ্দিন বলেন, সিলেট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা তখন জানিয়েছেন তিনি (রকিব চৌধুরী) পথেই মারা গেছেন।
আরও পড়ুন- স্মাট কার্ড বিতরণ-র্যালীর মধ্য দিয়ে মৌলভীবাজারে ভোটার দিবস পালন
আসলেই কী সাপের কামড়ে মারা গেছেন রকিব চৌধুরী?
আহমদ উদ্দিনসহ ও অন্যান্য প্রতিবেশি, ইসলামপুর গ্রামের মানুষজন ও পরিবারের লোকজন দাবি করেন সাপের কামড়েই মৃত্যু হয়েছে রকিব চৌধুরীর।
এদিকে মঙ্গলবার রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ইমার্জেন্সি ডিউট সেকশনে দায়িত্বে ছিলেন ডা. আনোয়ারা। জানতে চাইলে তিনি আই নিউজকে বলেন, রকিব চৌধুরীর পায়ে সাপে কাটার কোনো চিহ্ন পাওয়া যায়নি। সাধারণত বিষাক্ত সাপ কামড় দিলে পাশাপাশি দুটি রক্তাক্ত ক্ষতস্থান থাকে। রকিব চৌধুরীর পায়ে সেরকম কোনো চিহ্ন পাওয়া যায়নি।
তবে বিষাক্ত অন্য কোনো পোকা কামড় দিয়ে থাকতে পারে বলে জানান ডা. আনোয়ারা।
তবে এ ব্যাপারে প্রতিবেশি আহমদ উদ্দিন বলেন, রকিব চৌধুরীর পায়ে সাপের কামড়ের দুটি রক্তাক্ত ক্ষতচিহ্ন ছিলো। তাঁর পুরো শরীর বিষে কালো হয়ে গিয়েছিলো, দাবি আহমদ উদ্দিনের।
সাপ বিশেষজ্ঞের বক্তব্য
এই মৌসুমে সাপের উপদ্রুব হতে পারে কিনা। কিংবা কামড়ে দিতে পারে কিনা। জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও সাপ বিশেষজ্ঞ ড. দিব্যেন্দু বিশ্বাস আই নিউজকে বলেন, যদি পায়ে পাশাপাশি সাপের কামড়ের দুটি ক্ষতস্থান থাকে, তাহলে নিশ্চিত সাপের কামড়। আর মৌসুম বিষয় নয়। ঘটনাটি শুনে মনে হচ্ছে ওই মরিচ ক্ষেতে সাপের গর্ত ছিলো। কৃষক গর্তে সাপের উপর পা দিয়েছিলেন হয়তো। তখনই সাপ কামড় দিয়ে থাকতে পারে।
আরও পড়ুন- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
ইসলামপুর গ্রামে ইঁদুর ও সাপের উপদ্রুব
এদিকে ইসলামপুর গ্রামের মানুষজন বলেন, ওই এলাকায় ইঁদুর ও সাপের উপদ্রুব বেড়েছে। বাড়িঘর ও কৃষিজমিতে ইঁদুরের গর্তগুলোতে সাপ স্থান করে নিয়েছে। মাঝেমাঝে সাপ মানুষের ওপর আক্রমণ করে থাকে। মানুষ এখন সাপের আতংকে আছে বলে জানান গ্রামবাসী।
কাজ পাগল, উদ্যমী কৃষক রকিব চৌধুরী
আহমদ উদ্দিনসহ রকিব চৌধুরীর প্রতিবেশিরা জানান, তিনি (রকিব চৌধুরী) একজন কাজ পাগল ও উদ্যমী কৃষক ছিলেন। তিনি রাজনগর উপজেলার মশাজান গ্রামের মূল বাসিন্দা ছিলেন। সেখান থেকে ইসলামপুরে এসে বসত করেন। এখানে এসে মানুষকে উদ্বুদ্ধ করে শতশত একর পতিত জমি চাষাবাদের আওতায় আনেন। নিজেও জমি চাষাবাদ করেন। এলাকায় কৃষি বিপ্লব করেন রকিব চৌধুরী।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রকিব চৌধুরীর ছেলে আব্দুল মজিদ চৌধুরী ক্লাস টেনে পড়ে। সে বাবার কৃষিকাজে সহযোগী হিসেবে কাজ করতো।
আইনিউজ ভিডিও
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার