Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ১৮:৫৯, ৩০ জুন ২০২২

মৌলভীবাজারে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ৬ কর্মকর্তা

পুরস্কার প্রদান করছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

পুরস্কার প্রদান করছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

মৌলভীবাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চার উৎসাহ প্রদানের নিমিত্তে 'জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২' প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এবছর মোট ছয় জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে 'জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২' শীর্ষক অনুষ্ঠানে জেলা প্রশাসক পুরস্কার প্রদান করেন।

জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প ‘সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ এবং ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা’ করা।

অনুষ্ঠানে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২১-২০২২ মোতাবেক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি, ই-গভর্নেন্স ও সেবার মান উন্নীতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহি, জনসেবা সহজীকরণের লক্ষ্যে উদ্ভাবনী উদ্যোগ ও সেবা পদ্ধতি সহজীকরণ এর উপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

মৌলভীবাজারে ২০২১-২০২২ অর্থবছরের জন্য যারা জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন তারা হলেন- জনাব এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া, মৌলভীবাজার, জনাব মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার, মৌলভীবাজার, জনাব মোঃ খোরশেদ আলম, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসকের বাংলো কার্যালয়, মৌলভীবাজার, জনাব বিনয় চন্দ্র দেব, উপ-প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বড়লেখা, জনাব সঞ্জিত চন্দ্র রায়, অফিস সহায়ক, ইউনিয়ন ভূমি অফিস, ইন্দেশ্বর, রাজনগর, সংযুক্তি নেজারত শাখা, জনাব মোঃ জায়েদ মিয়া, পরিচ্ছন্নতাকর্মী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কমলগঞ্জ।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান 'জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২' প্রাপ্ত সবাইকে জেলা প্রশাসন মৌলভীবাজার এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

আইনিউজ/এইচএ

আইনিউজ ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

 ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ