কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৮:১৩, ২১ সেপ্টেম্বর ২০২২
কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স কর্তৃক হয়রানী ও অসাদাচরেণর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স কর্তৃক ইউনিয়নের নাগরিকদের হয়রানি ও ৭ ইউপি সদস্যদের সাথে অসাদাচরণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কটারকোনা বাজারে ঘণ্টাব্যাপী হাজীপুরের এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রুমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুল, শাইস্তা মিয়া, আব্দুল মুনিম, আব্দুল মুকিতসহ ভুক্তভুগীরা।
মানববন্ধনে ভুক্তভোগী নেওয়ারুন বেগম (৬১), কনিজা বেগম (৬৮) বলেন, গত ৫ বছর ধরে ১০ টাকা কেজি দরে সরকারের বরাদ্দকৃত স্বল্পমূল্যের চালের কার্ডধারী ছিলাম। ওয়াদুদ বক্স চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নতুন তালিকা থেকে আমাদের নাম বাতিল করা হয়েছে। চেয়ারম্যানকে টাকা না দেওয়ায় একাধিকবার ইউনিয়ন পরিষদে গিয়ে কোন কাজ হয়নি। উল্টো চেয়ারম্যান ও তাঁর লোকজন আমাদের সাথে খারাপ আচরণ করেন।
স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান (৫৫), রেনু মিয়া (৫৬), আলতাফ হোসেন (৪০), আকবর আলী (৫৫)সহ একাধিক ভুক্তভোগী বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জন্মসনদ নিবন্ধন ও নাগরিক সনদ নিতে গেলে চেয়ারম্যান ওয়াদুদ বক্সের হাতে জনপ্রতি নগদ ৪০০ টাকা করে দিতে হয়। এছাড়া অনলাইন নিবন্ধনে আরো বাড়তি টাকা দিতে হয়। মেম্বারদেরকে বললে তাঁরাও চেয়ারম্যানের নির্ধারিত টাকা ছাড়া কিছুই করতে পারেন না। চেয়ারম্যান নিজ হাতে টাকা না পেলে কোন সনদেই স্বাক্ষর করেন না।
ইউপি সদস্যরা তাঁদের বক্তব্যে বলেন, জনগণের ভোটে আমরাও নির্বাচিত হয়েছি। অথচ চেয়ারম্যান কোন নিয়মনীতির তোয়ক্কা না করে ও ইউপি সদস্যদের নিয়ে সভা না করে নিজের মনগড়া সিদ্ধান্তে ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করছেন। নাগরিক সনদ, জন্মসনদ ও ট্রেড লাইসেন্সেসহ সকল সনদে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত চার থেকে পাঁচশ টাকা নির্ধারণ করেন। এসব ফি’র টাকা তিনি কোন রশীদ ছাড়া নিজ হাতে গ্রহণ করেন। উনার কাছে টাকা না দিলে কোন সনদে তিনি স্বাক্ষর দেননা। আমরা কিছু বলতে গেলে উল্টো আমাদের সাথে অসাদাচরণ করেন।
তাঁরা আরো বলেন, নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল ক্রয় সুবিধাভূগির নতুন তালিকা তৈরীতে ও ইউনিয়ন পরিষদের বরাদ্দ বন্টনে ইউপি সদস্যদের কোন মতামত ছাড়াই নিজের ক্ষমতার অপপ্রয়োগ করে সব তালিক এবং বন্টন করেন। আমরা ৭ ইউপি সদস্য উনার প্রতি অনাস্থা জানিয়ে গত ২৮ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকতা বরাবরে জমা দেই। বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখার কথা থাকলেও প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে। চেয়ারম্যান ওয়াদুদ বক্সের এসব অনিয়মের তদন্তের বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি এখনো।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স মোবাইলে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি ষড়যন্ত্রমূলক। ইউপি সদস্যরা অভিযোগ দিয়েছেন জেলা প্রশাসকের কাছে সেটি তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে কর্তৃপক্ষ প্রয়োজনী যে ব্যবস্থা নিবেন সেটি আমি মেনে নিবো। জন্মসনদসহ সকল সনদে অতিরিক্ত কোন ফি নেওয়া হয়না। সকল ইউনিয়নে যে ফি নেওয়া হয় আমার এখানেও সেই টাকা নেওয়া হয়।
মৌলভীবাজার সদরে শ্রেষ্ঠ শিক্ষক যারা
মৌলভীবাজারের খানদানী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার মোবাইলে জানান, এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’