মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:০১, ২১ ফেব্রুয়ারি ২০২৩
মৌলভীবাজারে একুশে ফেব্রুয়ারি উদযাপন

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে দিবসটি পালন করছে জেলাবাসী।
রাত ১২ টা এক মিনিটে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বায়ান্নের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা। এসময় মানুষের ঢল নামে।
রাষ্ট্রের নির্বাহী বিভাগের পক্ষে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজার জেলা প্রশাসন।
এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েবসহ বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিগণ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৌলভীবাজার প্রেসক্লাব।
পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়- জেলা স্কাউট, প্রবাসীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনতা।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার