Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৬, ১১ মার্চ ২০২৩

মৌলভীবাজারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাংসদ নেছার আহমদ। ছবি- আই নিউজ

শান্তি সমাবেশে বক্তব্য দিচ্ছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাংসদ নেছার আহমদ। ছবি- আই নিউজ

বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ। 

আজ শনিবার (১১ মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সঞ্চালনায় সেন্ট্রাল রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরে একটি মিছিল বের হয়। 

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও অজয় সেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা শ্রমিক লীগের সভাপতি আসাদ হোসেন মক্কু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ। 

সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ