Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:১০, ২২ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনের তথ্য

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসারের কর্মকর্তার কার্যালয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসারের কর্মকর্তার কার্যালয়।

তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটকে সামনে রেখে শ্রীমঙ্গলে চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জোর প্রচারণা। বিধি অনুযায়ী সভা-সমাবেশ ও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনের সকল তথ্য ধারাবাহিকভাবে নিচে দেওয়া হলো- 

চেয়ারম্যান প্রার্থী ও প্রতীক
শ্রীমঙ্গল উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মো. আছকির মিয়া (মোটরসাইকেল), প্রেম সাগর হাজরা (আনারস) ও ভানু লাল রায় (কাপ পিরিচ)। 

ভাইস চেয়ারম্যান প্রার্থী ও প্রতীক
ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- রাজু দেব রিটন (তালা), মোহাম্মদ লিটন আমেদ (টিউবওয়েল) ও এম এ রহীম নোমানী (মাইক)। 

নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ও প্রতীক
নারী ভাইস চেয়ারম্যান পদেও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মিতালী দত্ত (পদ্মফুল), হাজেরা খাতুন (হাঁস) ও কবিতা বানী দাস (ফুটবল)। 

প্রার্থীতা প্রত্যাহর
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন মো. আফজাল হক। গত ১২ মে এক সাংবাদিক সম্মেলনে নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। একইসঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়াকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আফজাল হক বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আছকির মিয়া আমার মরহুম পিতার সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি একজন প্রবীণ মানুষ এবং আমার মামা। আমি উনাকে সম্মান করে নির্বাচন থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় তিনি উপজেলাবাসীকে মোটরসাইকেল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনের তারিখ
আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অবস্থায় প্রার্থীরা মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

শ্রীমঙ্গল উপজেলায় মোট ভোটার
এই উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৮২ জন। নারী ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৬১ জন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়