মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৩৬, ২৯ মে ২০২৪
শ্রীমঙ্গলে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান হলেন ভানুলাল রায়

ভানুলাল রায়
শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভানু লাল রায় (কাপ-পিরিচ), তিনি পেয়েছেন ৪২,৬৬৯ ভোট। দ্বিতীয় হয়েছেন বীরমুক্তিযোদ্ধা আছকির মিয়া (মোটরসাইকেল), তিনি পেয়েছেন ৩৬,৮৭৬। তৃতীয় হয়েছেন সাগর হাজরা (আনারস), তিনি পেয়েছেন ৩১,০৩৪ ভোট।
শ্রীমঙ্গলে ভোট পড়েছে ৪৪.৮৮%।
প্রাথমিকভাবে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘোষিত ফলাফল কেন্দ্র থেকে পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজয় নিশ্চিত হওয়ার পর ভানু লাল রায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। কর্মী-সর্মথকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। মিষ্টি বিতরণ করছেন।
ভানু লাল রায় ছিলেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের প্রথম মেম্বার। পরবর্তীতে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান রনধীর কুমার দেব মারা গেলে এই আসনটি শূন্য হলে নির্বাচন কমিশন এ আসনে এ উপনির্বাচন দেয়। ওই বছরের ৭ অক্টোবর উপ-নির্বাচনে প্রথমারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন ভানু লাল রায়। তখন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ভানু লাল রায় ৫৮ হাজার ২৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী চা শ্রমিক নেতা প্রেম সাগর হাজরা আনারস প্রতীক নিয়ে পান ৩৩ হাজার ৩৪৮ ভোট।
ভানু লাল রায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
তৃতীয় ধাপে আজ বুধবার (২৯ মে) শান্তিপুর্নভাবে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- ভানু লাল রায় (কাপ পিরিচ), মো. আছকির মিয়া (মোটরসাইকেল) ও প্রেম সাগর হাজরা (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- রাজু দেব রিটন (তালা), মোহাম্মদ লিটন আমেদ (টিউবওয়েল) ও এম এ রহীম নোমানী (মাইক)। বিজয়ী হয়েছেন রাজু দেব রিটন।
নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- মিতালী দত্ত (পদ্মফুল), হাজেরা খাতুন (হাঁস) ও কবিতা বানী দাস (ফুটবল)। বিজয়ী হয়েছেন হাজেরা খাতুন।
এই উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৮২ জন। নারী ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৬১ জন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার