Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১১, ৯ জুন ২০২৩

সিলেট সিটি নির্বাচন : ডিজিটাল প্রচারণায় ৩ মেয়র প্রার্থী

আর মাত্র ১২ দিন। ২১ জুন ইভিএমে অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। ভোটের সময় যত ঘনিয়ে আসছে নগরে বাড়ছে নির্বাচনী উত্তাপ।

সিসিকে মেয়র প্রার্থী সাতজন থাকলেও আলোচনায় রয়েছেন দলীয় তিন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

গত ২ জুন তারা প্রতীক বরাদ্দ পান। এরপর থেকেই পুরোদমে চলছে প্রচার-প্রচারণা। তবে প্রার্থীরা ‘ডিজিটাল’ প্রচারণাই চালাচ্ছেন বেশি। ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে চলছে মেয়র প্রার্থীদের মাইকিং। এতে রয়েছে প্রার্থীর বিভিন্ন গুণগান ও ছন্দে ছন্দে প্রতিশ্রুতিমূলক স্লোগান। সকাল থেকে রাত পর্যন্ত মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সিএনজিচালিত অটোরিকশয় ঘুরে ঘুরে চালানো হচ্ছে এমন ‘ডিজিটাল প্রচারণা’।

মাইকিং ছাড়া শিডিউল অনুযায়ী মহানগরে বিভিন্ন ওয়ার্ড ও স্থানে সভা, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২ টায় হাফিজ কমপ্লেক্সে ৪২ ওয়ার্ডের উন্নয়নকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে সন্ধ্যা ৭টায় তাঁর সমর্থনে কালীঘাট পয়েন্ট ও রাত ১০টায় বালুচর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া রাত ৯টায় সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার মকন দোকান এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা।

এসব মতবিনিময় ও পথসভায় আনোয়ারুজ্জামান সিলটকে স্মার্ট, উন্নত, ডিজিটাল ও শান্তির মহানগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন- ‘আমার রাজনীতি মানুষের কল্যাণে। ব্যক্তিগত অর্জন বা বিসর্জনের চেয়ে মানুষের সেবাটাই আমার কাছে মুখ্য। আর তাই আমি রাজনীতিতে এসেছি। আমি নির্বাচিত হলে আধ্যাত্মিক এ নগরীকে আধুনিক স্মার্ট এবং ব্যবসায়ী ও পর্যটনবান্ধব করে গড়ে তুলব।’

এসব পথসভা ও মতিবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল এব্ং ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানও বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত মহানগরের বিভিন্ন স্থানে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ করেন।

আইনিউজ/ই.উ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়