Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

হেলাল আহমেদ, আই নিউজ

প্রকাশিত: ১২:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে আজ নৌকাবাইচ, উৎসবমুখর মনু নদের দুই পাড় 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মৌলভীবাজার সদরের মনু নদে আর একটু পরেই শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৩। নৌকাবাইচ প্রতিযোগিতাকে ঘিরে এরিমধ্যে মনু নদের দুই পাড়ে সমবেত হয়েছেন হাজারো মানুষ। অনেকেই আজ সকাল থেকেই এসে অপেক্ষা করছেন নৌকাবাইচ দেখার জন্য। 

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৩ শুরু হবার কথা রয়েছে। মৌলভীবাজার ৩ আসনের সাংসদ নেছার আহমদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুরু করবেন। এছাড়াও এসময় মৌলভীবাজার জেলা প্রশাসক, পৌরসভা মেয়রসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী এ নৌকাবাইচের আয়োজন করেছে মৌলভীবাজার পৌরসভা। পৌর মেয়র ফজলুর রহমান আই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রতিযোগিতায় লড়বে ১০টি নৌকা 
প্রতিযোগিতায় ৯-১০টি নৌকা অংশগ্রহণ করবে বলে আই নিউজকে মঙ্গলবার জানিয়েছেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু। 

মৌলভীবাজার জেলা থেকে এবছর তিনটা নৌকা অংশগ্রহণ করবে। এগুলো হলো, রাজনগরের বড়গাঁও এলাকার আব্দুর রউফের ছেলে কাবুল আহমদের শাহ মোস্তফার তরী, রাজনগর উপজেলার সালাহ উদ্দিনের কমলারাণীর তরী এবং অপরটি সদর উপজেলার দিশালোক গ্রামের নৌকা। এছাড়াও সুনামগঞ্জ, জগন্নাথপুর, ইনাতগঞ্জ থেকে আসবে নৌকা।

নৌকাবাইচ প্রতিযোগিতার পুরষ্কার 
মৌলভীবাজারে নৌকাবাইচ প্রতিযোগিতার প্রথম পুরষ্কার মোটরসাইকেলটির দাতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সোয়ানসী শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা। দ্বিতীয় পুরষ্কার থাকবে একটি রেফ্রিজারেটর/ফ্রিজ। দ্বিতীয় পুরস্কারের দাতা মালিকপুর এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী মো. সোয়াদ। 

তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে একটি রঙ্গিন টেলিভিশন। তৃতীয় পুরষ্কারের দাতা যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ সোয়ানসী শাখারসা ধারণ সম্পাদক ফেরদৌস রহমান। 

প্রতিযোগিতার ব্যাপারে মেয়র ফজলুর রহমান বলেন, করোনাসহ বিভিন্ন কারণে গত কয়েক বছর মনু নদে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি। গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে মৌলভীবাজার পৌরসভা অতীতের ঐতিহ্য ধরে রেখে এবারও নৌকা বাইচের আয়োজন করেছে। আশা করছি সকলে উৎসবমুখর পরিবেশে এটা উপভোগ করবেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়