শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে টিউনস্ মিউজিক্যাল একাডেমী`র সংগীত পরীক্ষা অনুষ্ঠিত

ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিউনস্ মিউজিক্যাল একাডেমী ও বর্ণমালা সংগীত বিদ্যালয়ের বার্ষিক সংগীত পরীক্ষা (২০২৩-২০২৪) অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২২ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ডাক-বাংলা পাড়স্থ টিউনস্ মিউজিক্যাল একাডেমীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ২টা পর্যন্ত। পরীক্ষায় প্রাথমিক বিভাগের এ পরীক্ষায় ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
একাডেমী'র প্রাথমিক বিভাগের শিক্ষক সজল ঘোষ ও মাধ্যমিক বিভাগের শিক্ষক সুমিত পাল পরীক্ষক হিসেবে উপস্থিত থাকেন। প্রধান পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সংগীত প্রশিক্ষক রানু দাস।
শিক্ষার্থীদের লিখিত ও ব্যবহারিক (গান গেয়ে) দুটি পরীক্ষাতেই অংশগ্রহণ করতে হয়। ফলাফল প্রকাশের পর পরবর্তীতে পরীক্ষায় উত্তীর্নদের মাঝে সনদপত্র প্রদান করা হবে।
টিউনস্ মিউজিক্যাল একাডেমীর কর্ণধার ও পরিচালক সংগীতশিল্পী সুমিত পাল জানান, 'শিক্ষার্থীদের মূল্যায়ন, মেধা যাচাইয়ের জন্য পরীক্ষা নেওয়াটা জরুরী। এতে করে দূর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আরো সময় দিয়ে যত্নসহকারে শিক্ষাদান করা সম্ভব হয়। আর পরীক্ষা শেষে সনদপত্র প্রদান করাটা একদিকে যেমন শিক্ষার্থীদের সাধনার ফসল, অর্জন তেমনি উৎসাহ প্রদানও বটে। আমার এই সংগীত বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংগীত শেখানোর পাশাপাশি সুস্থ মানসিকতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকি। কেননা, সংগীত চর্চায় সুস্থ মানসিকতা, সুন্দর চিন্তার গুরুত্ব অনেক বেশি।'
উল্লেখ্য, 'সুস্থ সাংস্কৃতিক চর্চায় আমাদের একমাত্র লক্ষ' এই স্লোগানকে সামনে রেখে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে টিউনস মিউজিক্যাল একাডেমী যাত্রা শুরু করে। যার মধ্যে রয়েছে - সংগীত, তবলা, গীটার প্রশিক্ষন। সংগীতের বিভাগের মধ্যে ২ টি শাখা রয়েছে। প্রাথমিক শাখা, মাধ্যমিক পরীক্ষা।
একাডেমীতে অসহায়, দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনে সংগীত শিক্ষার সুযোগ রয়েছে। বর্তমানে একাধিক দরিদ্র শিক্ষার্থী একাডেমীতে সম্পূর্ণ বিনা বেতনে সংগীত শিক্ষা গ্রহণ করে যাচ্ছে।
একাডেমীর অন্যান্য বিষয়ে শিক্ষক হিসেবে রয়েছেন তবলায় মলয় দত্ত, গীটারে উত্তর দেব, অনন্ত চক্রবর্তী। এর পাশাপাশি টিউনস্ মিউজিক্যাল একাডেমীতে কি-বোর্ড, অক্টোপেড ও চিত্রাঙ্কন শেখানো হয়ে থাকে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’